ঢাকা, শুক্রবার, ১৭ মে, ২০২৪

শীতে কাঁপছে পঞ্চগড়, বিপাকে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কমেছে শুরু করেছে তাপমাত্রা। গত কয়েকদিন তাপমাত্রা কিছুটা বাড়লেও আজ আবারও কমেছে তাপমাত্রা। সকালেই সূর্যের দেখা মিললেও রোদের উত্তাপ তেমন নেই। ফলে বিপাকে পড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ।


শনিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় তেঁতুলিয়া দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।


হিমালয় থেকে বয়ে আসা হিমশীতল বাতাসে দরিদ্র ও ছিন্নমূল অসহায় খেটে খাওয়া মানুষের দুর্ভোগ বেড়েছে। শীতজনিত কারণে হাসপাতালগুলোতে বয়স্ক ও শিশু রোগীদের সংখ্যাও বাড়ছে। জেলা প্রশাসন শীতবস্ত্র বিতরণ করেছে। তবে শীতার্তদের একটি বড় অংশ এখনও শীতবস্ত্রের অভাবে মানবেতর জীবনযাপন করছেন।


পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেল শাহ্ বলেন, আজ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

ads

Our Facebook Page